Nineteen years of marriage the brutal reality of Rabindranath and Mrinalinis relationship

ঊনিশ বছরের বিবাহে ছত্রিশটি চিঠি রবীন্দ্রনাথ-মৃণালিনীর সম্পর্কের নির্মম বাস্তবতা | Thirty-six letters in nineteen years of marriage the brutal reality of Rabindranath and Mrinalini's relationship Rabibdranath and Mrinalini রবীন্দ্রনাথের দাম্পত্যজীবন ছিল ঊনিশ বছরের। স্ত্রী মৃণালিনীর বিয়ে হয়েছিল দশ বছর বয়সে। বারো বছর বয়সে ১৮৮৬ সালে প্রথম, ৮৮ সালে দ্বিতীয়, ৯১ সালে তৃতীয়, ৯৩ সালে চতুর্থ এবং ১৮৯৪ সালের শেষ মাসে তাঁদের শেষ সন্তানের জন্ম হয়েছিল। পাঁচ সন্তানের জননী হয়ে উঠতেই মৃণালিনীর বিবাহিত জীবনের অর্ধেকের বেশি সময় পার হয়ে গিয়েছিল। কাদম্বরী যখন পঁচিশ বছর বয়সে আত্মহত্যা করেছিলেন, রবীন্দ্রনাথের বয়স তখন ছিল তেইশ। উভয়ের প্রতি উভয়ের প্রীতি-প্রেম-ভালোবাসা-বন্ধুত্ব যে খুব নিবিড় এবং গভীর ছিল তাতে তো কারো কোনও সংশয় নেই। রবীন্দ্রনাথও সারা জীবনে সে ভালোবাসা স্বীকার করতে কখনও কুণ্ঠিত হননি। বিবাহের বছরেই ‘ছবি ও গান’ কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেছিলেন কাদম্বরীকে। তাঁর বিবাহের চার মাস পরে, কাদম্বরীর মৃত্যুর দশ দিন পরে, তাঁর নাট্যকাব্য - ‘প্রকৃতির প্রতিশোধ’ তিনি উৎসর্গ করেছিলেন কাদম্ব...